আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি : সোনালি আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় পাটবীজ উৎপাদন চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় পাট  চাষি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৪ অক্টোবর)  সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা পাটচাষি সমিতির সভাপতি খলিলুর রহমান।
এসময় প্রশিক্ষণে বক্তব্য রাখেন পাবনা জেলা পাট উন্নয়ন অফিসার মো: মামুনার রশিদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন মূখ্য পরিদর্শক জেলার হাজ্জাজুর রশিদ, এডিডি রোকনুজ্জামান, আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, উপসহকারী পাট উন্নয়ন অফিসার মোঃ পারভেজ রানা,
বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা প্রমুখ।
উপসহকারী কৃষি অফিসার পারভেজ রানা জানান, এই প্রশিক্ষণে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫ জন কৃষক পাটবীজ উৎপাদনকারি চাষি এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।