আটঘরিয়ায় মীনা দিবস পালিত


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশ মানসম্মত শিক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় মিনা দিবস হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর)  দিবসটি উপলক্ষে সকালে উপজেলা থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোন্তাকিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি কর্মকর্তা কামরুল হাসান,  সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, সহকারী শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ,  সহকারী শিক্ষা কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
সহকারী শিক্ষক আরিফুর ইসলাম আরিফ এর সঞ্চালনায় এসময়  মীনা দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, প্রধান শিক্ষক শাহাবুদ্দিন তোতা, প্রধান শিক্ষক আশফিকুর রহমান, সহকারী শিক্ষক মাহমুদা পারভীন, সহকারি শিক্ষক আফসার আলী, সহকারি শিক্ষক আলতাব হোসেন, সহকারি শিক্ষক আ: বারী, সহকারী শিক্ষক সোহেল রানা প্রমুখ। শিক্ষক / শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অনেকেই উক্ত র্্যালীতে অংশ গ্রহণ করেন।