আর কত দিন এমন ‘ভুল’ করবেন মাহমুদউল্লাহরা?


যেকোনো সিরিজেই ব্যর্থ হলে ‘ভুল থেকে শিক্ষা নেওয়া’র কথা জানান বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারেরা। ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ার পর একই কথা শুনিয়েছিলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু খেলার মাঠে পরিস্থিতি বদলায়নি। ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যার আরেকটি প্রমাণ মিলল হ্যামিল্টনে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৬ রানে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহ ফের শোনালেন, ‘বারবার ভুল করেই চলেছি আমরা।’ কিন্তু, এমন ভুল আর কত দিন করবেন ক্রিকেটারেরা?

 

আজ রোববার হ্যামিল্টনে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বাংলাদেশের শুরুটা ভালো হয়। কিন্তু শুরুর ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। দায়িত্ব নিতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানেরা। ফিল্ডিংয়ে ছিল গা-ছাড়া ভাব। যথারীতি কয়েক ওভার যেতেই ম্যাচ থেকে দূরে সরে যায় সফরকারীরা।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘১৯০ রানের আশপাশে হলে সেটি তাড়া করে জেতা যেত। কিন্তু একসঙ্গে বেশি উইকেট হারানোর পর আর মাচ জেতা যায় না। আমরা এটাই করছি, একই ভুল বারবার করে চলেছি।’

 

তবে ম্যাচে যে বাংলাদেশেরও সুযোগ ছিল সেটা স্বীকার করেছেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয়, আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা দুটি উইকেট নিয়েছি, রান রেট সাতের নিচে ছিল। কিন্তু ডেভন (কনওয়ে) যেভাবে ব্যাটিং করেছে, সে খুব সাবলীল ছিল। সাম্প্রতিক ইনিংসগুলোয় ধারাবাহিকভাবে দারুণ খেলেছে সে। আমাদের সুযোগ ছিল বাউন্ডারিতে, কিন্তু সেটি ছক্কা হয়ে যায়। বোলারেরা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। ফিল্ডিংয়ে কিছু বাড়তি বাউন্ডারি হয়েছে আমাদের।’

 

অধিনায়ক আরও বলেন, “একটা ইতিবাচক দিক আমি (ম্যাচ থেকে) নিতে চাই- ‘ইন্টেন্ট’ ছিল আমাদের, যা দেখতে পাওয়াটা ভালো ছিল। টি-টোয়েন্টিতে ১০০-১২০ রানে অলআউট হতেই পারেন। কিন্তু অন্তত জয়ের তাড়না যদি দেখানো যায়, তাহলে সুযোগ থাকে।’