ইয়েমেন যুদ্ধে মার্কিন সমর্থন হারাচ্ছে সৌদি জোট


যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ‘অপরাধমূলক অভিযান’ আর সমর্থন করবে না যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে গত গত ৬ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গৃহযুদ্ধ অবসানে তাঁর প্রশাসন বেশ সচেতন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।

বাইডেন বলেন, ‘এ যুদ্ধ মানবিক ও বিপর্যয় সৃষ্টি করেছে। এ যুদ্ধের অবসান হতেই হবে।’

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে ইরানের সরবরাহকৃত বাহিনীর কাছ থেকে সৌদি আরব মিসাইল হামলা, ইউএভি (ড্রোন) হামলা ও অন্যান্য হুমকির শিকার হয়। আমরা সৌদি আরবের সার্বভৌম, এর আঞ্চলিক অখণ্ডতা ও এর জনগণকে রক্ষায় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবো।’

সৌদি সরকার বাইডেনের এমন বক্তব্যে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে।