ঈদের সিনেমা : ‘হা হা’ রিয়েক্টে ভাসছেন অনন্ত-বাপ্পী


সিনেমা দুটির পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

এবারের ঈদে মুক্তি মিছিলে এরই মধ্যে যোগ দিয়েছে সাতটি সিনেমা। সেই তালিকায় আছে অনন্ত জলিলের ‘কিল হিম’ ও বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমা।

১২ এপ্রিল প্রকাশিত ‘কিল হিম’ সিনেমার এক মিনিটের টিজারটি অনন্তর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ২০ লাখের বেশি বার। টিজারটিতে রিয়েকশান দেয়া ৯৭ হাজার মানুষের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।

অন্যদিকে, ১১ এপ্রিল বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমার দুই মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলার বাপ্পীর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি বার। টিজারটিতে রিয়েকশান দেয়া ৩৩ হাজার মানুষের মধ্যে ২০ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।

বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু জুটির চার নম্বর সিনেমা ‘শত্রু’। সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, মিতু অভিভাবকহীন এক বখাটে তরুণী। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর।

আর ‘কিল হিম’ পরিচালনা করছেন এমডি ইকবাল। সিনেমাতে অনন্ত জলিলকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। বর্ষা আসছেন ভিলেন চরিত্রে। আরও অভিনয় করছেন রুবেল, মিশা সওদাগর।