এবারের জন্মদিন বিশেষ মনে হচ্ছে না মমতাজের, কেন?


জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

ফোক গানের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জীবনের বিশেষ দিন আজ। ১৯৭৪ সালের আজকের দিনে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন এই সুরসম্রাজ্ঞী।

তবে এবারের এই বিশেষ দিনে মনখারাপ মমতাজের, নেই কোনও আয়োজন।

এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় মমতাজ জানিয়েছেন, ‘মাকে ছাড়া প্রথম ঈদ করলাম। তাঁকে ছাড়া প্রথম জন্মদিন আজ। দিনটিতে মাকে খুব মনে পড়ছে। আমার আরেক মা (বড় মেয়ে) রয়েছে দেশের বাইরে। তাই দিনটি খুব একটা স্পেশাল মনে হচ্ছে না।’

গায়িকা আরও জানালেন, ‘আজ একেবারে ঘরোয়া আয়োজনে কেক কাটা হয়েছে। বেশ কিছু টিভি শোতে অংশ নিয়েছি।  বড় মেয়ে থাকলে দিনটি উৎসব বানিয়ে ফেলত। মায়ের জন্য কী কী আয়োজন থাকবে, তার পূর্বপ্রস্তুতি নিতেই ব্যাকুল থাকত।’

চার দশকের ক্যারিয়ারে মমতাজ ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য।