এমবাপ্পের জন্য মেসিকে উপেক্ষা করছে পিএসজি


পিএসজির অনুশীলন জার্সিতে এমবাপ্পে ও মেসি। ছবি: পিএসজির ফেসবুক পেইজ থেকে নেওয়া

ফরাসি ক্লাব পিএসজিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। মাঠের বাইরের নানা ইস্যুতে সবসময় আলোচনায় থাকে পিএসজি। এবার সেই আলোচনায় নতুন করে যোগ দিলেন সাবেক পিএসজি তারকা  অ্যাঞ্জেল ডি মারিয়া।

জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুসারে ডি মারিয়ার বলেছেন, ‘পিএসজিতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি আছে। এরপরও কেন তারা এমবাপ্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল তা আমার জানা নেই। এমবাপ্পে ফ্রান্সের ফুটবলার। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার সুসম্পর্ক আছে। তারপরও তাকে রিয়াল মাদ্রিদে যেতে দেননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।’

ডি মারিয়া আরও যোগ করেন, ‘এমবাপ্পেকে অনেক ক্ষমতা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট জনগণ, পিএসজি তাকে অনেক গুরুত্ব দেয়। সে যখন ক্লাব ছাড়তে চায়, তখনই তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হয়। বিষয়টি দৃষ্টিকটু। যেহেতু মেসির মতো বিশ্বসেরা তারকা আছে, তাকে ক্ষমতা না দিয়ে এমবাপ্পেকে ক্ষমতা দিয়ে মেসিকে উপেক্ষা করা হয়েছে বলে আমি মনে করি।’

৩৫ বছর বয়সী ডি মারিয়ার মতে, ’এমবাপ্পে ফ্রান্সের ফুটবলার। সে দেশটির হয়ে বিশ্বকাপ জিতেছে। আর হয়তো এসব কারণেই তাকে সব ক্ষমতা দেয়া হয়েছে।’