করোনা আক্রান্ত এমপি সালমাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়


করোনা আক্রান্ত রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার এমপি রুমাকে নিয়ে ঢাকায় উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। হালকা জ্বর থাকায় করোনা পরীক্ষার জন্য গত ২৮ জুলাই এমপি সালমা চৌধুরী রুমার নমুনা সংগ্রহ করা হয়। 

ওই সময় থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে করোনায় আক্রান্ত সাংসদকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এমপি সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু গণমাধ্যমকে বলেন, তার বোনের বারবার অক্সিজেন কমে যাচ্ছে। তাই তাকে সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে।