কাজিপুরে সার পেয়ে খুশি কৃষকেরা


নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-দেশের বিভিন্ন স্থানে  ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও।কাজিপুরে উপজেলার কোথাও ইউরিয়া সার সহ অন্যান্য নন ইউরিয়া  সারের কোন ঘাটতি দেখা যায়নি।তবে  কাজিপুর উপজেলা কৃষি বিভাগের  নেয়া ত্বরিত ব্যবস্থাপনায়  যখনই সারের প্রয়োজন দেখা দিয়েছে কৃষি অফিস সংশ্লিষ্ট এলাকায় গিয়ে মনিটোরিং এর মাধ্যমে স্থানীয় ডিলারদের সহযোগিতায়  কৃষকদের সার  প্রদান করতে দেখা গেছে। খুরচা ডিলারগণ বস্তা খুলে সার বিক্রয় করা কালীন ঘাটতির অযুহাতে বস্তাপ্রতি দাম কিছুটা বাড়িয়ে নিচ্ছেন বলে কৃষকগণ জিজ্ঞাসাবাদে উল্লেখ করেছেন।
কাজিপুর কৃষি অফিসের দেয়া অর্থ চলতি রোপাআমন মৌসুমে উপজেলায় ১০,৭০০ হেক্টর জমিতে রোপা আমনের রোপনের লক্ষমাত্রা ধরা হয়েছে। তবে বৃষ্টি কমথাকায় লক্ষ মাত্রা অনুযায়ী চারা রোপন সম্ভব হয়নি বলে কৃষকগণকে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
 উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, চলতি মৌসুমে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ১২ হাজার মেঃটঃ ইউরিয়া সার কৃষকদের মাধ্যমে বন্টন করা হয়েছে। প্রতিটি ডিলারদের সাথে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা সার বিক্রয়ে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছেন।ফলে প্রকৃত কৃষকরাই সার পাচ্ছেন।উপজেলায় সারের কোন সংকট নেই।