কুড়িগ্রামের রৌমারী আবারও ড্রেজারের গর্তে পড়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃত্যু


মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগার চর গ্রামে।
এলাকা সুত্রে জানা গেছে রোকেয়া খাতুন আলগারচর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। রোকেয়া চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে আলগার চর পাহাড় তরলীকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে রোকেয়া বাবার জন্য দুপুরের খাবার নিয়ে ক্ষেতে গিয়ে বাবাকে দুপুরের খাবার খাওয়া শেষে বাড়িতে আশার পথে ড্রেজারের গর্ভে পড়ে যায়।  এসময় রোকেয়া খাতুনের সাথে ছিলো রোকেয়ার ফুফাত ভাই, দশ বছরের সাউন,  জান্নাত মিয়া দশ বছর, মোছাঃ মিলা খাতুন এগারো বছরসহ চারজন একসঙ্গে জমিতে ভাত নিয়ে গিয়েছিল। চতুর্থ শ্রেণীর চারজন শিক্ষার্থী একসঙ্গেই ছিলো, তারমধ্যে রোকেয়া ড্রেজারের গর্তের পানিতে ডুবে যায়।  ডুবে যাওয়ার পর সঙ্গে থাকা শিশুরা এলোপাথারি চিৎকারে
পার্শ্ববর্তীরা গিয়ে পানির তলদেশ থেকে রোকেয়ার মৃত্যু লাশ উদ্ধার করেন। পড়ে রোকেয়ার পরিবারের কাছে মৃত্যু লাশ পৌঁছে দেয় উদ্ধারকারী স্থায়ী এলাকাবাসী।