কেবল অপারেটরদের সময় দেওয়া হবে না : তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ক্লিনফিড চালুর জন্য কেবল অপারেটরদের কোনো রকম সময় দেওয়া হবে না। তারা সময় চাইলেও এর পক্ষপাতি নয় সরকার। যারা বিদেশি চ্যানেল ক্লিনফিড দিয়ে চালাচ্ছে তাদেরগুলো এখন চলবে। যাদের ক্লিনফিড নেই তাদেরগুলো চলবে না। ক্লিনফিড হলে তাদেরগুলোও সম্প্রচার শুরু হবে। এই সিদ্ধান্ত দেশের স্বার্থে। তাই কোনোভাবেই ব্যত্যয় ঘটবে না। কারণ, ক্লিনফিডসহ চালানোর জন্য ক্যাবল অপারেটরদের অনেক সময় দেওয়া হয়েছে।’

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ এর সঙ্গে সংলাপে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘ডিক্লারেশন দিয়ে যেমন পত্রিকা প্রকাশ করতে হয়, তেমনি অনলাইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন খুলতে পারবেন না।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটি পর্যায়ে নিয়ে যাব। আমরা আলোচনা করেছি এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে অংশীজনের সঙ্গে। অনলাইন কেউ আত্মপ্রকাশ করার আগেই নিবন্ধন নিতে হবে তারপর আত্মপ্রকাশ করতে হবে।’