চলনবিলাঞ্চলের বিনোদন পিপাসুদের ব্যাপক ভিড়


চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : চলনবিল অধ্যুষিত চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন বিলপাড়ে বিনোদন পিপাসুদের ব্যাপক ভিড় বাড়ছে।  বর্ষার পানি আসার পর বিলগুলো যেন যৌবন ফিরে পেয়েছে। মরা বিলের পানির ঢেউ খেলছে।
বাতাসে বিলের পানির সেই ঢেউ আছড়ে পড়ছে বিলপাড়ের সড়ক,বাঁধ কিংবা উঁচু ভিটায়। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আসছেন বিলপাড়ে প্রকৃতিক কাছাকাছি। বিলের পানিতে নৌকা চড়ে বেড়ানোর পাশাপাশি সূর্য় ডোবার দৃশ্য আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছে।
বিলপাড়ের বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমে গড়ে উঠেছে অস্থায়ী অসংখ্য দোকানপাট। এলাকার লোকজন নৌকা ভাসিয়েছে বিলে। পরিবার-পরিজন নিয়ে দূর দুরান্ত থেকে ঘুরতে আসছেন বিলপাড়ে। অনেকে এসকল বিলপাড়ের নামকরণ করেছে ‘বিল সৈকত’।
চাটমোহর উপজেলার বওশা, ধরমগাছা, বোয়ালমারী,দরাপপুর ভাঙ্গা ব্রিজ,জোয়ারদারের বা ডাকাতের ভিটা,ডিকশি বিলসহ কয়েকটি স্থানে প্রতিদিনই মানুষ আসছেন কিছুটা সময় কাটানোর জন্য। বিকেলে চাটমোহর উপজেলার ডাকাতের ভিটা ও বওশা ব্রিজ এলাকায় অসংখ্য মানুষের ভিড়।
বিলচলন ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন বললেন,বিলপাড়ে অসংখ্য মানুষ আসছে। আমরা তাদের নির্বিঘ্নে চলাফেরার জন্য সব সময় নজর রাখছি। কোন ঘটনা ঘটলে,তাৎক্ষনিক প্রশাসনকে অবগত করা হচ্ছে।