চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় আজ রবিবার (৩০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া স্বতস্ফূর্তভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
পরীক্ষা চলাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন । এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, সারা দেশে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠভাবে পরীক্ষা শুরু হয়ে যথা সময়ে শেষ হয়েছে। আমরা সকলকে নিয়ে যে কাজটি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করা। এই সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এবার চাঁপাইনবাবগঞ্জে মোট ২৯টি কেন্দ্রে ১৮,৭৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ২১টি পরীক্ষা কেন্দ্রে ১৫,৫৫৫ জন এসএসসি পরীক্ষার্থী, ৬টি পরীক্ষা কেন্দ্রে ২,৯৪৪ জন এসএসসি দাখিল পরীক্ষার্থী এবং  ২টি পরীক্ষা কেন্দ্রে ২৫০ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের যে কোন অনাকাঙ্খীত পরিস্থিতিতে সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল টিম ব্যবস্থা। রাখা আছে পুলিশ পাহাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থাও।