চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে র্র্যাব


ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘরের সামনে থেকে ৯৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তার আসামি হচ্ছে, নোয়াখালি জেলার চন্দ্রপুর গ্রামের খালেদা পারভিন ও সেলিমের ছেলে ফয়সাল ওরফে মামুন (৩৮)।
জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র‌্যাব জানতে পারে কুমিল্লা জেলা থেকে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ গাঁজার চালান আসছে চাঁপাইনবাবগঞ্জে।
খবর টি পাবার পর ১২ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মামুনকে গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জব্দ করা হয়েছে ঢাকা মেট্টো -১৩ : ১২৯৯ নম্বরের কাভার্ড ভ্যান।