চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে  চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বেদনাবিধুর ঘটনাপ্রবাহের আগে বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশ যান শেখ হাসিনা। বেলজিয়াম থাকার সময় তিনি বাবা-মা হত্যার কাহিনী জানান। পরে সেখান থেকে জার্মানি হয়ে নয় দিন পর আসেন ভারতের দিল্লিতে। সেখানে গিয়েই তিনি জানতে পারেন পরিবারের সবাইকে হত্যার কথা। এরও ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেই থেকে এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসিকুজ্জামান আশিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ডাঃ মোঃ সাইফ জামান আনন্দ সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।
উক্ত সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী সোহান, এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আব্দুল রউফ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ আনাস আলী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়াত খাঁন রিয়াদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আকাশ, পৌর ছাত্রলীগের মুক্তি সহ প্রমুখ।
এসময়  উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা, পৌর, এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ বিভিন্ন ইউনিটে নেতাকর্মী।