চাটমোহরে লাইসেন্সবিহীন মাটরসাইকেলের বিরুদ্ধে অভিযান


চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে থানা পুলিশ। গত ৩’দিনে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়। পরে আটকৃত মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের ও ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,পুলিশ অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ পায়। এ কারণে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। গত ৩ দিনে অর্ধশত মোটরসাইকেল আটক করা হয়। পরে পাবনার ট্রাফিক পুলিশের সার্জেন্ট রতন আহমেদ মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করেন এবং ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন।

কিছু মোটরসাইকেল আটক রয়েছে। অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশের এই মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান এলাকায় স্বস্থি ফিরেছে বলে এলাকাবাসীর দাবী।