চারঘাটের পাটিয়াকান্দি এলাকায় জুয়া ও নেশার আসর জমে উঠেছে


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটের সরদা ইউনিয়নের পাটিয়াকান্দি এলাকায় জুয়ার ও নেশার আসর জমে উঠেছে। এতে এলাকার মানুষ অনেক মানুষ নিশ্ব হচ্ছে। তাই এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়রা জানায়, রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদা ইউনিয়নের পাটিয়াকান্দি এলাকায় জুয়ার আসর জমে উঠেছে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাটিয়াকান্দি গ্রামের খলিলের বাড়ীর পশ্চিমপার্শ্বে আম বাগানে জুয়ার আসর বসে।

 

এই জুয়ার আসরে ডাব্বু খেলা সহ ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন নেশার আসরও চলে সেখানে। এই জুয়ার ও নেশার আসর পরিচালনা করছেন খলিল, ডালিম ও হাফিস সহ অনেকে। তাদের দাপটে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।

 

এতে এলাকার ও বাহির এলাকায় থেকে জুয়ারুরা এসে এখানে জুয়া খেলে অনেকে নিশস্ব হয়েছে। আর এখানে নিয়মিত জুয়ার ও নেশার আসর বসায় এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। তাই এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে রাজশাহী জেলার পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, বিষয়টি আমার জানানাই। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।