জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অ্যাপস রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অ্যাপস রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।

অ্যাপস রেজিস্ট্রেশন কার্যক্রম সর্স্পকে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সেনা নিবাসের প্রতিনিধি ৪০ ইস্টবেঙ্গল মেজর মনিরুজ্জামান সৈকত। দেশি-বিদেশি দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথনের নাম উঠে গেছে আর্ন্তজাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল। উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকার, রিজিয়া আজিজ সরকার।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সামস, বাঘা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, অধ্যক্ষ আনিছুর রহমান, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজিজুল আযম, মেরাজুল ইসলাম মেরাজ, ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাঘা থানা এস আই লুৎফর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সেনা সদস্য, বিভিন্ন দপ্তর প্রধানসহ স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক প্রমুখ