জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


উত্তর কোরিয়া আবারো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রোববার কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ওই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ৫৫০ কিলোমিটার উচ্চতায় উড্ডয়ন করেছে। প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সিএনএন এক প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধ থাকার পরেও চলতি বছর অভূতপূর্ব সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। তার মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

গত নভেম্বরে জাপানি কর্মকর্তারা বলেছিলেন, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম এবং তা জাপান থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে পড়েছিল।