টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটনের, শীর্ষে উইলিয়ামসন


ছবি- সংগৃহীত

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে এক ধাক্কায় পাঁচে নেমে গেছেন জো রুট। তাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন উইলিয়ামসন।

অ্যাশেজে সেঞ্চুরি হাঁকিয়ে বড় লাফ দিয়েছেন স্টিভেন স্মিথ। চার ধাপ এগিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ৮৮২ রেটিং নিয়ে দুইয়ে আছেন তিনি। অন্যদিকে শীর্ষে থাকা কিউই ব্যাটার উইলিয়ামসনের রেটিং ৮৮৩। তবে অ্যাশেজ সিরিজের বাকি তিন ম্যাচে ভালো খেলে শীর্ষে ওঠার সুযোগ পাচ্ছেন অজি এই ব্যাটার।

তিন ও চারে আছেন মারনাস লাবুশেন এবং ট্রাভিস হেড। এদিকে রুটকে জায়গা ছেড়ে দিতে গিয়ে ছয়ে নেমে গেছেন বাবর আজম।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন জেমস অ্যান্ডারসন।

এদিকে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন লর্ডস টেস্টে অতিমানবীয় পারফরম্যান্স দেখানো বেন স্টোকস। এক ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন আরেক ইংলিশ জো রুট।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটন দাস এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে রয়েছেন, ইংলিশ ওপেনার বেন ডাকেটও বিশাল লাফ দিয়েছেন। ২৪ ধাপ এগিয়ে ১৮-তে আছেন তিনি। এ ছাড়া ৯ ধাপ এগিয়ে ২৩তম আছেন বেন স্টোকস।

তবে টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনেই আছেন সাকিব আল হাসান। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থানই ধরে রেখেছেন।