তানোরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


তানোর প্রতিনিধি: তানোরে  তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭জুন)সকাল ১০টার দিকে দিনব্যাপী তানোর উপজেলা মিনি অডিটোরিয়ামে তানোর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথোর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঅতিরিক্তজেলাপ্রশাসক(সার্বিক),জনসংযোগ কর্মকর্তা কল্যান চৌধুরী,তথ্য কমিশন লিটন কুমার প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)স্বীকৃতি প্রামানিক,তানোর থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিঞা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দুকুর রহমান,তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান,সাধারন সম্পাদক আসলাম উদ্দিন সহ প্রতিটি সরকারী দপ্তর প্রধান,শিক্ষক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতির বক্তব্যে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, তথ্য অধিকার আইন গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ।এর ধারা উপধারায় উচ্চারিত প্রতিটি বাক্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিবেদিত।
তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য হচ্ছে- জনগণ ও সরকারি-বেসরকারি, গনমাধ্যম সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য পূর্ণ  সম্পর্ক স্থাপন।