তানোরে দলিল লেখকদের  দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত 


তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা সাব-রেজিষ্টি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিবসব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৫ই জুন)সকাল সাড়ে ১০টার দিকে তানোর সাব রেজিষ্টি অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তানোর সাবরেজিষ্ট্রার তৌহিদুল ইসলাম সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেজিষ্টার মতিউর  রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা রেজিষ্ট্রার খালেদা পারভীন ,বাঘা উপজেলা সাব রেজিষ্ট্রার এন এ এম  নকিবুল আলম।
তানোর উপজেলা নকল নবিশ সদস্য উজ্বল কুমার প্রামানিক ও কার্নিজ মেনলা সঞ্চালনায় উপস্থিত ছিলেন তানোর দলিল লেখক সমিতির সমিতির সভাপতি ফাইজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রায়হানুর রহমান সিনিয়র দলিল লেখক খলিলুর রহমান,উমর আলী, দেলোয়ার হোসেন, সাইদ সাজু,ইমরান হোসাইন,আঃসবুর,মনিরুজ্জামান মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহরারসাইফুল ইসললাম  নকল নবিশ জাহাঙ্গীর হোসেন,শাহাদত আলী,অলক কুমার,আঃখালেক প্রমুখ।