ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ


ভারতের ত্রিপুরা রাজ্যের সদ্য পদত্যাগ করা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। ২০১৮ সালের নির্বাচনে বিজেপির হয়ে জিতে ২৫ বছরের বাম রাজত্ব হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ শনিবার এ তথ্য জানায়।

বিপ্লব দেবের পদত্যাগের ফলে নতুন নেতা নির্বাচনে শনিবার বিকেল ৫টায় বৈঠকে বসবেন রাজ্য সরকারের বিজেপি দলীয় আইনপ্রণেতারা। এর আগে বিপ্লব দেব রাজ ভবনে গভর্নর এসএন আর্যর সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে এসে নিজেই পদত্যাগের কথা জানান।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব বলেন, দল চাইছে আমি যেন সংগঠন শক্তিশালী করতে কাজ করি।

আগামী বছর রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী শনিবার হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা এ খবর শুনেছি। এ নিয়ে বেশি কিছু জানি না। বিজেপি সভাপতির সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।