দিনাজপুরে নতুন করে ২৫ জন করোনা শনাক্ত


মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ২৫ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-১৯, বিরল-১, পার্বতীপুর – ৪,ঘোড়াঘাট-১জন ), নতুন করে সুস্থ হয়েছে ৪ জন ( সদর-৪) । এ নিয়ে জেলায় মোট রোগী -৪৯৫৩ জন,  মোট সুস্থ -৪৬৭১ জন, মোট মৃত্যু-১০৪ জন।
বুধবার (৭ এপ্রিল)  দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ২১৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ২৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪৯৫৩ জন, সুস্থ হয়েছে ৪৬৭১ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১০৪ জন। আক্রান্তদের মধ্যে-
*সদরে ২৬৩৩ জন(সুস্থ ২৪৫৮ জন ), (মৃত্যু -৪৩ জন)
*বিরলে ২৯৮ জন(সুস্থ ২৮৬ জন),(মৃত্যু-৭ জন)
*নবাবগঞ্জে ১৩৭ জন (সুস্থ ১৩৪ জন), (মৃত্যু-৩ জন)
*ফুলবাড়ীতে ১৭৭ জন (সুস্থ ১৬৫ জন), (মৃত্যু-৮ জন)
*পার্বতীপুরে ৪১৬ জন (সুস্থ ৩৯৩ জন),(মৃত্যু -৮ জন)
*বোচাগঞ্জে ১৪৫ জন (সুস্থ ১৩৭ জন),(মৃত্যু-৪ জন)
*ঘোড়াঘাটে ৮৯ জন(সুস্থ ৮৮ জন),
*কাহারোলে ১৬৬ জন (সুস্থ ১৫৮ জন),(মৃত্যু -৫ জন)
*হাকিমপুরে ৮৬ জন(সুস্থ ৮৫ জন),,(মৃত্যু -১ জন)
*চিরিরবন্দর ২১২ জন (সুস্থ ১৯৬ জন),(মৃত্যু -১০ জন)
*বিরামপুর ৩২৭ জন (সুস্থ ৩১৭ জন),(মৃত্যু -৬ জন)
*বীরগঞ্জ ১৫৪ জন (সুস্থ ১৪৫ জন),(মৃত্যু-৫ জন)
*খানসামা ১১৩ জন (সুস্থ ১০৯ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ১৬১ জন, হাসপাতালে ভর্তি ১৭ জন,।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=২১১,মােট নমুনা সংগ্রহ=৩৭৩৭০, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=২১৯,মােট নমুনা পরীক্ষা=৩৪৭৫৪, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=৯৭,মােট কোয়ারেন্টাইন=৩০৬২১, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৬৫,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩০৩৩২।