দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন ও শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন


রুবেল হক, দুর্গাপুর  প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে একটি র্র্যালী ও আলোচনা অনু্ষ্ঠিত হয়েছে।
এদিকে, ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান শেষে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের অায়োজনে সোমবার (১৭/০৪/২৩) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেনিতে অধ্যয়নরত উপজেলার ৩৬ টি প্রতিষ্ঠানের ২১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরন করা হয়।।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে ও যুব-উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সহকারি কমিশনার (ভূমি) শ্রী কৃষ্ণ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ মোতালেব মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রহিমা খাতুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ আজিজ, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা খাতুন, এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।