দুর্গাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা


রুবেল হক, দুর্গাপুর প্রতিনিধি : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রসাশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ, দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা কৃষক লীগ, দুর্গাপুর পৌর যুবলীগ, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সেচ্ছাসেবী সংগঠন। এরপর সকল শহীদের স্মরনে শহীদ মিনারে ১ মিনিট নিরবতা পালনের পরে মোনাজাত অনু্ষ্ঠিত হয়।
এ সময় উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় , উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, সহকারি কমিশনার (ভূমি) শ্রী কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল হক, সমবায় কর্মকর্তা আজগর আলী,  দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, পাট কর্মকর্তা রুবেল হোসেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।