দুর্গাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন


দুর্গাপুর প্রতিনিধি:  রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্তরে সুর্য্যদ্বয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের  পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠকতা।
এরপর দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, দুর্গাপুর থানার তদন্ত অফিসার নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আখতার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর অালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, সাবেক ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন, জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য বৃন্দসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে বিকাল ৩ টায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল খেলা ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।