দুর্গাপুরে  প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত


দুর্গাপুর প্রতিনিধিঃ জীবনের জন্য বিজ্ঞান ” শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে দুর্গাপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদের হল রুমে সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও যুব-উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপসচিব (অধিশাখা-৬) জনাব রোকনুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্রী কৃষ্ণ চন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক (বিসিএসআইআর) অফিসার রাজীব বনিক, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সাইন্টিফিক (বিসিএসআইআর) অফিসার মোঃ রিফাত হোসেন, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সাইন্টিফিক (বিসিএসআইআর) অফিসার মোঃ নাজিম আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রহিমা খাতুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ আজিজ, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা খাতুন, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।