দুর্গাপুরে ৩২ বোতল স্পিরিট ও গাঁজাসহ গ্রেপ্তার


দুর্গাপুর প্রতিনিধিঃ  রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩২ বোতল স্পিরিট (এলকোহল) ও ৬’শ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি উপজেলার দেলুয়াবাড়ী ইউপির তরিকতপুর গ্রামের আব্দুল বারিক (৪৫)। সে ওই গ্রামের সোনার আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিজানিক দল  গ্রেপ্তারকৃত আব্দুল বারিকের বসত বাড়িতে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৬’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
অপরদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়নগর ইউনিয়নের বাজুখলসী গ্রামের নজের আলীর ছেলে মাহাবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ বোতল স্পিরিট উদ্ধার করা হয়। তবে পলাতক থাকায় মাহাবুরকে আটক করতে সক্ষম হননি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের আভিযানিক দল।
এ ঘটনায় থানায় আরও একটি পৃথক মামলা দায়ের করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রেজাউল বারী।
দুর্গাপুর থানার অফিসার ইনিচার্জ নাজমুল হক বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল থানায় পৃথক দুটি মামলা দায়ের করছে এবং একজন আসামীকে হস্তান্তর করেছেন। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।