‘দ্য কিং ইজ ব্যাক’ ধোনিকে নিয়ে কোহলি


বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

ক্রিকেটে নিজের ফিনিশিং চমক আরেকবার দেখালেন মহেন্দ্র সিং ধোনি। হারতে বসা চেন্নাই সুপার কিংসকে শেষ মুহূর্তে জিতিয়ে আইপিএলের ফাইনালে তুললেন তিনি। ধোনির এই ব্যাটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। রোমাঞ্চিত হয়ে সামাজিক যোগযোগমাধ্যমে ধোনিকে নিয়ে লিখে ফেললেন, ‘দ্য কিং ইজ ব্যাক’।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার রাতে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই। মূলত শেষ দিকে হতাশা সঙ্গী হয়েছে দিল্লির। শেষ ওভারে পরপর তিনটি চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি। শেষ ৬ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক।

ম্যাচ শেষ হওয়ার পরপরই ধোনির ব্যাটিং নিয়ে টুইট করেন বিরাট কোহলি। বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘অ্যান্ড দ্য কিং ইজ ব্যাক! খেলাটির সর্বকালের সেরা ফিনিশার। আজকে আবারও আমাকে চেয়ার থেকে লাফিয়ে উঠতে বাধ্য করেছেন।’

নিজের ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে ধোনি বলেন, ‘আমার ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। দিল্লির বোলিং আক্রমণ খুব ভালো। কন্ডিশন খুব ভালো কাজে লাগিয়েছে তারা। আমার মনে হয়েছিল, কাজটা কঠিন (রান তাড়া)। এজন্যই চেয়েছি, ব্যাটসম্যানরা যেন শেষ পর্যন্ত খেলাটা টেনে নেয়। আমার ব্যাপারটি ছিল, বল দেখো, মেরে দাও। (আজকে) বোলারদের দেখা, তারা কি করার চেষ্টা করছে, তা বোঝার চেষ্টা করা ছাড়া আর বেশি কিছু ছিল না ভাবনায়। খুব বেশি কিছু মাথায় ঘুরতে থাকলে কাজ আরও কঠিন হয়ে ওঠে।’

এদিকে চেন্নাইয়ের কাছে হারলেও এখনই ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাচ্ছে না দিল্লির। ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে দিল্লি। আজ সোমবার এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে তারা।