ধামইরহাটে আন্তধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান, এই মূলসুরকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ও খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ ও ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় কর্মশালায় সভাপতিত্বে করেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের আহবায়ক ফাদার প্যাট্রিক গোমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, বেনীদুয়ার মিশনের ফাদার মাইকেল কোড়াইয়া, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা, সিনিয়র প্রোগাম অফিসার নাথান চৌকিদার,ডেনিস তপ্ত, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আকতার সুরভী, রোজলিন মিতু কোড়াইয়া, স্পন্সরশীপ অফিসার লজি মুখিম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।