ধামইরহাটে বিজিবি উদ্ধার করল ৪৮৪ বোতল ফেনসিডিল


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলা ১৪ বিজিবি’র আওতাধীন কালুপাড়া সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২৭১ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল কমান্ডার নায়েক আব্দুল বাতেন, ল্যান্স নায়েক জিতেন চাকমা, আব্দুল মতিন সহ সঙ্গীয় ফোর্স ২ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে ৪৮৪ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল আটক করেন।

 

প্রতিটি ফেন্সিডিল বোতলের গায়ে ‘এবোট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড’ হিমাচল, ইন্ডিয়া লেখা আছে ।  নায়েক সুবেদার আলমগীর হোসেন বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে মাদক নির্মূলে এবং চোরাকারবারি নির্মূলে আমরা সব কিছু করতে প্রস্তুত আছি।

 

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি বলেন, ‘নিয়মিত অভিযানে আমাদের সদস্যরা এসব ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। আমাদের অভিযান আরো কড়াকড়ি ভাবে অব্যাহত থাকবে।’