নওগাঁয় চালের দর স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি মিল মালিক ও চাল ব্যবসায়ীরা


নওগাঁ প্রতিনিধি: চালের বাজার দর স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নওগাঁর মিল মালিক ও চাল ব্যবসায়ীরা। স্থানীয় জেলা প্রশাসনের সাথে এক মত বিনিময় সভায় তারা এই প্রতিশ্রুতি দেন। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধান চালের বাজার দর ও মজুদ পরিস্থিতি নিয়ে মত বিনিময়ে আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ।

সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, নওগাঁ জেলা মিল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সাধরন সম্পাদক ফরহাদ হোসেন চকদার ও অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা নওগাঁ জেলায় ধান চালের দর ও মজুত পরিস্থিতি তুলে ধরেন। এসময় মিলাররা বলেন, কৃষক পর্যায় থেকে হাটগুলোতে ধানের সরবরাহ কমে গেছে। তাই চালের দর কিছুটা বেড়েছে।

অবৈধ মজুদ করে কেউ চালের দর বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন।#