নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। “ স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩” উপল‌ক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ মার্চ) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা,খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাজাহান আলী, নলডাঙ্গা থানার এস আই মনিরুজ্জামান মনির,যুব লীগের নেতা দেওয়ান শাহজালাল, আওয়ামী লীগ নেতা মোঃ জহিরুল ইসলাম বাবু, মহিলা ইউপি সদস্য সদস্য আয়মনা বিবি, ইউপি সদস্য সাকিবুল হাসান সাকিব, ইউপি সদস্য, আব্দুল মালেক বেপারী, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য জামাল উদ্দিন সরদার, ইউপি সদস্য এস এম আমজাদ হোসেন মন্টু সহ বিভিন্ন ইউনিয়নে পরিষদের ইউপি সদস্য বৃন্দ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।