নাটোরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


এম এম আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: “রাতে পাখিদের জন্য আলো ম্লান করুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার(১৪মে) বিকেল ৪টায় দিবসটি উপলক্ষে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এবং কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে সিংড়া কোর্ট মাঠ এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের সহকারী অধ্যাপক ড. জাকিয়া পারভীন, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আল হেরা কেজি একাডেমির অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, আবু বকর সিদ্দিক প্রমূখ।

সভায় বক্তারা পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।