নাটোরে বিশ্ব মা দিবস পালিত


সোহেল রানা, নাটোর প্রতিনিধি: নাটোরে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, শিক্ষাবিদ অলোক কুমার মৈত্র, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাপলা সহ বিভিন্ন বেসরকারী সংস্থার সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশকে এগিয়ে নিতে হলে একটা ভালো জাতি দরকার ।

আর একটা ভালো পরিবার গড়তে হলে একটা ভালো মা দরকার। ভালো মা না হলে সেই পরিবার কখনো ভালো হবে না। দেশ ও জাতি গঠনে একটা ভালো মা খুবই দরকার। একজন মা শত কষ্টের মাঝেও তার সন্তান ও পরিবারকে আগলে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যাতে করে তার সন্তানরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আলোচনা সভা শেষে ৫ জন শ্রেষ্ঠ স্বপ্নজয়ী মায়ের হাতে ক্রেস্ট তুলে দেওযা হয়।