নিউইয়র্কে রাবি উপাচার্যকে সংবর্ধনা প্রদান


রাবি প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে সম্মাননা প্রদান করেছে।

২৪ জুন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নিউ এজ পার্টি হলে রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা আয়োজিত মতবিনিময় সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি এ কে এম মনিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে রাবি এ্য্যলামনাসগণ ছাড়াও অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. শামসুজ্জোহার স্মরণে ছাত্রবৃত্তি চালু করার প্রস্তাব করা হয়। উপাচার্য তাঁর বক্তব্যে ছাত্রবৃত্তি চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি রাবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি প্রাক্তনীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্বতন্ত্র ভবন তৈরির পরিকল্পনার কথাও জানান। তিনি রাবির উন্নয়নে অবদান রাখতে প্রাক্তনীদের প্রতি আহŸানও জানান।