নিয়ামতপুরে ইলেক্ট্রনিক্স শোরুমে সন্ত্রাসীদের হামলা সাংবাদিককে প্রান নাশের হুমকি!


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি শাহজাহান শাজুর পরিচালনাধীন “সামিহা ইলেক্ট্রনিক্স এ্যান্ড গিফট কর্নার)-এ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
এসময় তারা শোরুমের গেট ভাংচুর করে ও জোর করে ভিতরে প্রবেশ করে ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে প্রায় ১লক্ষ টাকা হাতিয়ে নেয়। যাওয়ার সময় অস্ত্রের ভয় দেখিয়ে এ ঘটনায় বাড়াবাড়ি করলে সাংবাদিক শাজুকে প্রান নাশেরও হুমকী দেয় তারা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকালে উপজেলার টিএলবি বাজারে। এ ঘটনায় পরদিন বুধবার সাংবাদিক শাজু বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, রকেট আলী (৩৩), সুজন (৩০), নওশাদ অঅলী (৫৫), নাজমা বেগম (২৮) ও সাহা বাণু (৫০)। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রতার জেরে সন্ত্রাসীরা এ সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কেউ হতাহত না হলেও শোরুমের গেট ভাংচুরসহ প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে তারা।
মামলার বাদী সাংবাদিক শাজু জানান, “পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় শোরুমের গেট ভাংচুর করে ভিতরে প্রবেশ করে তারা। বাধা দিলে সাথে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ৯২ হাজার ৫০০শত টাকা লুট করে নিয়ে যায়।
যাওয়ার সময় শাসিয়ে যায় এবং বলে এ ঘটনায় বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলা হবে।”
ঘটনা জানতে চাইলে ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।