নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহিদ হাসান বিপ্লব। আবুল কালাম আজদ উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আর জাহিদ হাসান নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের নাম ঘোষণা করেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-১) বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

 

এছাড়াও অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-৩ আসনের সাংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডলসহ জেলা ও উপজেলার আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্মেলনের সমাবেশ পর্ব শেষে সমঝোতার ভিত্তিতে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সভাপতি ও নিয়ামতপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।