পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হলো রাজশাহীবাসী


স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হলো রাজশাহীবাসী। এছাড়াও দিনটিকে স্মরণীয় রাখতে রাত অবধি রয়েছে নানা আয়োজন।

শনিবার সকাল ৯ টায় রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে, বাস, ট্রাক, ট্রেনসহ নানা যানে এসে শতশত মানুষ জড়ো হয় নগরীর কামারুজ্জামান চত্ত্বরে। পরে সেখান থেকে বাদ্য বাজিয়ে শুরু হয় শোভাযাত্রা। পরে নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে স্টেডিয়ামে বড় পর্দায় সেতুর উদ্বোধন দেখার পাশাপাশি দোয়া অনুষ্ঠানে অংশ নেয় হাজারো মানুষ।

এতে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ অংশ নেয়।

প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের পর মিষ্টি করেন অংশগ্রহনকারীর। তারা বলেন পদ্মা সেতু শুধু একটি বিশেষ অঞ্চলেরই নয় এটি সমগ্র দেশের উন্নয়নের প্রতীক।