পবার হুজুরীপাড়া ইউনিয়নে ৪র্থ দফায় ৬শ’ পরিবারে ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার হুজুরীপাড়া ইউনিয়নে ৪র্থ দফায় ৬শ’টি পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিটি ওয়ার্ডে মেম্বার, চৌকিদার ও স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি এসব চাল পৌছে দেয়। প্রতি পরিবারে ১০ কেজি করে বিতরণ করা হয়।

পরিমাপ নিরক্ষণ করেন হুজুরীপাড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও পবা উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন। বিতরণকাজে অংশ নেন হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপির সদস্য মোজাহিদ আলী, মজিবর রহমান, সাবু আহমেদ, বাবুল হোসেন, আশরাফুল ইসলাম, তাজেল হোসেন, শহিদুল, কাশেম, ইউনুস, তুর্জেমা বেগম, চেনবানু, আলেকজান বিবি, ছাত্রলীগ নেতা তারিক আজিজ প্রমুখ।

চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, হুজুরীপাড়া ইউনিয়নে ৪র্থ দফায় ১৭৩০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।