পরীর মুক্তিতে খুশি ও সন্তুষ্ট, আমরা পাশে আছি : জায়েদ খান


চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

জামিনে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। তাঁর এই মুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ দুপুরে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় এমনটি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

আজ জামিনে পরীর মুক্তি প্রসঙ্গে জায়েদ খানের ভাষ্য, ‘আমরা আগে থেকেই বলেছি, কোথাও কি আমরা জামিনের বিরোধিতা করেছি, কেউ বলতে পারবে? আমরা যেটা করেছিলাম, গঠনতন্ত্র-সংবিধান রক্ষার জন্য… শুধু ও কেন, কারও প্রতি তো আমাদের কোনও রাগ নেই…। আমরা আমাদের সাংগঠনিক কাজ করেছিলাম। ও মুক্তি পেয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং আমরা খুশি। শিল্পীর পাশে আমরা…।’

শিল্পীর পাশে থাকার কথা বললেও সংগঠনের কাউকে আজ কারাফটকে দেখা যায়নি, কেন? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে জায়েদ খানের ভাষ্য, ‘সংগঠনের কেউ যাওয়াটাই কি সবকিছু? যাওয়াটাই বড় কথা নয়। আমরা তার পাশে আছি, সে আসুক। রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি। খুশি হয়েছি আমরা শিল্পীরা।’

চিত্রনায়িকা পরী মণি। ফাইল ছবি

পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করা নিয়ে সমিতির বর্তমান অবস্থান প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নেতা জানিয়েছেন, ‘ওই অবস্থাতেই আছে। আইনি বিচার প্রক্রিয়ায় যা হবে…। তার তো কাজে বাধা নেই। তার কোনও কার্যক্রমে বাধা নেই; তার কোনও কিছুতেই বাধা নেই। সংগঠন আবার মিটিং করে পরীর ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।’

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় সংবাদ সম্মেলন করে পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আজ বুধবার সকাল ৯টা ২১ মিনিটে মাদক মামলায় জামিনে মুক্ত হয়েছেন পরী মণি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাঁকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। ৯টা ৩৭ মিনিটে নিজের গাড়িতে করে বের হন পরী।

গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব।