পাইকগাছার গড়ইখালী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি জনবল সঙ্কট ও ভাঙ্গাচোরা বিল্ডিংটিতে ঝুকি নিয়ে স্বাস্থ্যসেবা নিচ্ছে মানুষ


ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি জনবল সঙ্কট ও ভাঙ্গাচোরা বিল্ডিংটিতে ঝুকি নিয়ে স্বাস্থ্যসেবা নিচ্ছে মানুষ। বিষয়টি স্থানীয় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বারবার লিখিত ভাবে উদ্ধর্তন কতৃপক্ষকে জানালেও কাজে আসেনি। এলাকা বাসি সংসদ সদস্যর আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কমিউনিটি মেডিকেল অফিসার শিপন হালদার ছাড়া আর কোন জনবল নেই। যেখানে প্রতিদিন ৪০/৫০ জন রোগী সেবা নিতে আসে। অনেকেই আবার ভাঙ্গাচুরো বিল্ডিং দেখে ঝুকি নিয়ে ভয়ে এখানে আসতে চায়না। বর্ষা মৌসুমে আবার পানিতে মেঝে পর্যন্ত ডুবে থাকে।

 

এ হাসপাতালের সামনে ঘূর্ণিঝড়ে একটি তেঁতুল ও একটি শিরিশ গাছ উপড়ে পড়লেও তা অপসারনের কোন ব্যবস্থা নেইনি কতৃপক্ষ। ফলে অর্ধ লক্ষাধিক টাকার গাছ প্রায় নষ্ট হয়ে গেছে।বিষয়টি দেখার জন্য এলাকাবাসী পাইকগাছা- কয়রা সংসদ সদস্যর হস্থক্ষেপ কামনা করেছেন।