পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ পুলিশ


রয়টার্সের প্রতীকী ছবি

পাকিস্তানে পুলিশের ওপর হামলা যেন থামছেই না। ফের পুলিশকে লক্ষ্য করে হামলা হয়েছে দেশটিতে। এবারের আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন আট পুলিশ সদস্য। একই ঘটনায় একজন বেসামরিকও মারা গেছেন। একই হামলায় আহত হয়েছে অন্তত ১৩ জন। খবর দ্য ডনের।

হামলা নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ‘পুলিশ ভ্যানটি কোয়েটা থেকে দেহদারে যাচ্ছিল। ভ্যানটিতে থাকা সবাই বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। বিসি গ্রুপটির সদস্যরা বিভিন্ন ইভেন্টের নিরাপত্তায় কাজ করে। সিবির সাংস্কৃতিক উৎসবে নিরাপত্তা দিতে যাচ্ছিল তারা।’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের ভ্যানটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই মোটরসাইকেলটি চালাচ্ছিল একজন আত্মঘাতী বোমারু।’

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন রানা সানাউল্লাহ। তিনি বলেন, ‘আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের ভয়, নিহতের সংখ্যা দুই ডিজিটে চলে যেতে পারে।’

এই হামলার জন্য এখনও কোনো জঙ্গি বা সশস্ত্র গোষ্ঠী দায় স্বীকার করেনি। এমনকি, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এর কোনো তথ্য দিতে পারেনি।

প্রতিবেদনে ডন আরও জানায়, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনকদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানো হয়েছে।