পুঠিয়ায় ঈদের আনন্দ ভাগ করে নিতে তথ্য আপা’র উঠান বৈঠক


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্পের রাজশাহীর পুঠিয়ায় তালুকদারগ্রামে বসবাসরত দুস্থ ও অসহায় মহিলাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে পুঠিয়ায় তালুকদারগ্রামে তথ্য আপা: প্রকল্প (২য় পর্যায়) এর তথ্যকেন্দ্র উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে ) ঈদ খাদ্য সামগ্রী (লাচ্চা, সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ) বিতরণ করা হয়।

এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরিদুল ইসলাম, পুঠিয়া তথ্যসেবা কর্মকর্তা কামরুন নাহার, তথ্যসেবা সহকারী সাদিয়া সুলতানা পাখি ও রুবি খাতুন সহ অত্র এলাকার জনপ্রতিনিধিগণ।