পুঠিয়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি প্রশিক্ষণ শুরু


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ার পচামাড়িয়া স্কুলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যলয় এই প্রশিক্ষণের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীনুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল রহিম মোল্লা, শুকুর সরদার, প্রশিক্ষক মেহেদী হাসান ও প্রশিক্ষিকা মোছাঃ খুশি খাতুন, কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি ১০ দিনের মৌলিক প্রশিক্ষণে ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা অংশগ্রহণ করেন।