পুঠিয়ায় জনসেবায় কাজ করছে পল্লী বাংলা


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পল্লী বাংলা উন্নয়ন সংস্থা এলাকায় মানুষের উন্নত জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে চলেছে। সেই সাথে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে চলেছে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় অফিস স্থাপন করে কাজ করে চলেছে। মিরদাদ মুফতি এলাকার ৬ জন বন্ধু মিলে এই সংস্থাটি তৈরী করেন। এরপর তাদের সাথে যুক্ত হয় ২২ জন বেকার যুবক-যুবতী। ২০১৯ সালে সংস্থাটি যাত্রা শুরু করলেও মুল কার্যক্রম শুরু হয় ২০২০ সালে। শুরু থেকেই এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ, স্যানিটেশন সচেতনতা বৃদ্ধি কাজ পরিচালনা করে আসছে। সংস্থাটি প্রতিমাসে একদিন এমবিবিএস ডাক্তার দারা ক্যাম্পইন সুবিধা দিয়ে থাকে। এছাড়া ৪ জন মহিলা কর্মী দিয়ে স্যানিটেশন ন্যাপকিন প্যাড তৈরি করে বিক্রয় করে থাকে।
পরিচালক মিরদাদ মুফতি বলেন, আমরা জন সেবার জন্য এই সংস্থাটি স্থাপন করেছি। এই সংস্থার মাধ্যমে এলাকার জনগণের যেমন সেবা করবো। তেমনি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি।