বন্দুকধারীর অবস্থান সন্দেহে মার্কিন বিমানঘাঁটি লকডাউনে


বন্দুকধারীর অবস্থান সন্দেহে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ওহাইও’র বিমান বাহিনীর একটি ঘাঁটি লকডাউনে গেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ওহাইও’র বিমান বাহিনীর একটি ঘাঁটি লকডাউনে গেছে। বন্দুকধারীর অবস্থান সন্দেহে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান ঘাঁটির ৮৮তম এয়ার বেস উইং এক টুইট বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে বিমানঘাঁটিটি লকডাউনে যায়।

জানা গেছে, রাইট-প্যাটারসন বিমানঘাঁটির ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার এলাকায় একজন বন্দুকধারী অবস্থান করছে এমন তথ্য রয়েছে।

সেই তথ্যের ভিত্তিতে জরুরি বিভাগের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে তল্লাশি করছেন।

মার্কিন ৮৮তম এয়ার বেজ উইংয়ের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও একই তথ্য টুইট করা হয়েছে।

টুইটে বলা হয়েছে, রাইট-প্যাটারসন বিমানঘাঁটির ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার এলাকায় একজন বন্দুকধারী অবস্থান করছে এমন তথ্যেরভিত্তিতে জরুরি বিভাগের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। সেখানে এখনও তলাশ্লি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।