বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ২৬ কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরষ্কার


প্রেস বিজ্ঞপ্তিঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আগস্ট ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমডিএ’র সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের সুস্থ্যতা কামনা করে পবিত্র কোরআন তেলায়াত শেষে দোয়ার মাধ্যমে মুল সভা শুরু হয়।

এসময় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব ড. মোঃ আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, বিএমডিএর সচিব মোহা: যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) জনাব মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো: সমসের আলী, প্রকল্প পরিচালক জনাব রেজা মোহাম্মদ নূরে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শহীদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) জনাব মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নাজমুল হুদা, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মোক্তাদিউর রহমান, সহকারী প্রকৌশলী জনাব সানজিদা খানম মলি সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভায়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভায় ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ বছরের বিভিন্ন পদে ২৬জন কর্মকর্তা/কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়।