বাংলাদেশে হচ্ছে না, মালদ্বীপে এশিয়া কাপ


করোনার এই সময়ে বিদেশি দলগুলোর বাংলাদেশ সফরে আসার ব্যাপারে কিছুটা জটিলতা তৈরি হয়। তাই  বসুন্ধরাকে আয়োজক হিসেবে বেছে নেয়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচগুলোর আয়োজক হতে আবেদন করেছিল তারা। ভেন্যু করা হয়েছিল সিলেটে। এএফসি তাদের আবেদনে সাড়া না দিয়ে মালদ্বীপকে বেছে নেয়।

আজ সোমবার এএফসি ডটকমের খবরে জানা গেছে, খেলা শুরু হবে আগামী ১৫ অগাস্ট। বেঙ্গালুরু এফসি ও ঈগলস এফসির প্লে-অফ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।

বাংলাদেশের বসুন্ধরা প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে খেলবে। ম্যাচটি হবে ১৮ আগস্ট।

গত মে মাসে স্থগিত হয়েছিল এএফসি কাপ। তখন সূচি ঠিক হয়েছিল ৩০ জুন থেকে ৬ জুলাই। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছিল বলে আসরটি পেছানোর আবেদন করে বসুন্ধরা। তাই অগাস্টে আয়োজন হচ্ছে টুর্নামেন্ট।